এক ‘শিব’ নাম সদ্য সর্বত্র অমঙ্গলহারী —
সকৃৎ যে জন বলে ‘শিব’ হেন নাম।
সেহ কোন প্রসঙ্গে না জানে তত্ত্ব তান।
শিবতত্ত্ব অবগত না হইয়াও যে ব্যক্তি একবার শিবনাম করেন, তিনি সেই নাম-প্রভাবে সকল পাপ হইতে শুদ্ধ হন—এই কথা বেদশাস্ত্রে ও ভাগবতে কথিত আছে। শ্রীহরি, গুরু ও বৈষ্ণব—যে কোন একের অনুগ্রহেই জীব ভোগপ্রবণ সাংসারিক পাপ হইতে মুক্ত হইতে পারে। যাঁহারা শ্রীগুরুদেব ও শ্রীশিবকে ভগবান্ হইতে স্বতন্ত্র মনে করেন, তাঁহাদের অপরাধ আসিয়া পড়ে। হরিবৈমুখ্য ঘটিলেই পাপ আসিয়া জীবকে গ্রাস করে। ভগবানের পূজাপেক্ষা শ্রীগুরুবৈষ্ণবের পূজা-অধিক প্রয়োজনীয়। এ সকল কথা ভক্তবৎসল ভগবান্ স্বয়ংই বলিয়াছেন।