অদ্বৈত-পাদপদ্ম কোটিচন্দ্রসুশীতল হইলেও চৈতন্যে অবিশ্বাসী বা চৈতন্যবিমুখ ব্যক্তির নিকট অগ্নি অবতার —
তান বাক্যে অনাদর অনাস্থা যাহার। তারে শ্রীঅদ্বৈত হয় অগ্নি-অবতার।