অদ্বৈত প্রভুর অলৌকিক আয়োজন-দর্শনে প্রভুর আনন্দ ও শ্রীমুখে অদ্বৈত-তত্ত্ব-কথন—
অতি-অমানুষী দেখি’ সকল সম্ভার। চিত্তে যেন প্রভু হইল চমৎকার।