চতুর্দিকে মহামহোৎসবের হরিধ্বনিময় কোলাহল—
খাও পিও লেহ দেহ আর হরিধ্বনি। ইহা বই চতুর্দিগে আর নাহি শুনি।