বিভিন্ন ভক্তের বিভিন্ন-সেবা-প্রাপ্তির অভিলাষ—
কেহ বলে,—“আমি-সব ঘষিব চন্দন।” কেহ বলে,—“মালা আমি করিব গ্রন্থন।