আচার্যের পূজোপকরণ-সংগ্রহ এবং চতুর্দিক হইতে ভক্তগণের উপায়নসহ আগমন ও এক এক জনের এক এক প্রকার সেবার ভার-গ্রহণ—
সেই তিথি পূজিবারে আচার্য-গোসাঞি। যত সজ্জ করিলেন, তা’র অন্ত নাই।