মেঘ-দর্শনে মাধবেন্দ্রের কৃষ্ণোদ্দীপনা ও মূৰ্ছা—
মাধবপুরীর প্রেম—অকথ্য কথন।
মেঘ দরশনে মূর্ছা হয় সেইক্ষণ।
শ্রীমাধাবেন্দ্রের প্রেম—অলৌকিক। সাধারণ লোক মেঘ দেখিলে বৃষ্টি-পতন-জন্য শস্যের উৎপত্তি ও ধরা স্নিগ্ধ হইবে প্রভৃতি ফলভোগের বিচার করেন। কিন্তু মাধবেন্দ্রপুরী মেঘমালায় কৃষ্ণের কান্তি সন্দর্শন করিয়া কৃষ্ণস্মৃতিরজন্য বহির্জগতের ভোগপ্রবৃত্তি হইতে শান্ত হইয়া মূৰ্ছিত হইলেন।