এরূপ সময়ে অদ্বৈতাচার্যের গৃহে মাধবেন্দ্রের আগমন—
হেনই সময়ে মাধবেন্দ্র মহাশয়। অদ্বৈতের গৃহে-আসি’ হইলা উদয়।
মাধবেন্দ্রপুরী অদ্বৈত প্রভুর এই প্রচারোৎসাহপ্রদর্শন-কালে তাঁহার গৃহে শান্তিপুরে আসিয়া উপস্থিত হইলেন।