হরিভক্তিহীন সংসারের দুর্দশা-দর্শনে অদ্বৈতাচার্যের
হৃদয়েও বিষম দুঃখ; নিরন্তর গীতা-ভাগবতের
পাঠ ও ভক্তিসঙ্গত ব্যাখ্যা—
তথাপি অদ্বৈতসিংহ কৃষ্ণের কৃপায়।
দৃঢ় করি’ বিষ্ণুভক্তি বাখানে’ সদায়।
শ্রীমাধবেন্দ্রের কৃষ্ণভক্তসঙ্গাভাবদুঃখের মধ্যে ভগবৎকৃপাক্রমে শ্রীঅদ্বৈত প্রভু অতি প্রবলভাবে বিষ্ণুভক্তি প্রচার করিতে লাগিলেন।