এতেকে সে বন ভাল এ সব হইতে।
বনে কথা নহে অবৈষ্ণবের সহিতে।
যখন সংসারে ভগবানের সেবার কথার কোন প্রচার নাই, কাহারও সহিত আলাপ করিলে সে ভগবন্মায়ার কথাই আলাপ করে, তখন যেখানে মনুষ্যের বাস নাই বা লোকালয় নাই, সেই স্থানে অবৈষ্ণব না থাকায় সেই বনেই আমাদের বাস করা কর্তব্য
—শ্রীমাধবেন্দ্রপুরীরর এই বিচার প্রবল হইতে লাগিল।