যত অধ্যাপক সব তর্ক সে বাখানে।
তা’রা সব কৃষ্ণের বিগ্রহ নাহি মানে”।
যাহারা সংস্কৃত শাস্ত্রের অধ্যাপক, তাহাদের মধ্যে সর্বশ্রেষ্ঠগণ তার্কিক-চূড়ামণি ছিলেন। তাহারা শ্রীকৃষ্ণ বিগ্রহকে জাগতিক বস্তুর অন্যতম জানিয়া সেবাবিমুখ হইতেন এবং তর্কের দ্বারা ভগবদ্ভক্তির অপ্রয়ােজনীয়তা বিচার করিতেন।