শ্রীচৈতন্যের প্রকট-লীলার পূর্বেও মাধবেন্দ্রেরচৈতন্য কৃপায় কৃষ্ণ-প্রেমোন্মাদ প্রকাশ—
যেমতে অদ্বৈত শিষ্য হইলেন তান। চিত্ত দিয়া শুন সেই মঙ্গল-আখ্যান।