মাধবেন্দ্রদেহে মহাপ্রভুর বিহার—
মাধবেন্দ্র-পুরীর দেহে শ্রীগৌরসুন্দর।
সত্য সত্য সত্য বিহরয়ে নিরন্তর।
ভগবান্ শ্রীগৌরসুন্দর জগতে ভগবকথা প্রচার করিবার বাসনায় শ্রীমাধবেন্দ্রপুরীতে আবির্ভূত হইয়া শুদ্ধভক্তির প্রচার কার্য করিয়াছিলেন। শ্রীমাধবেন্দ্রপুরীতে সর্বকাল ভগবানের পূর্ণ শক্তির পরিচয় দিয়াছিলেন। তাঁহার অতুলনীয়া ভগবৎসেবা প্রবৃত্তি মানবের ভাষায় অবর্ণনীয়া।