যে গায়, যে শুনে, এ সকল পুণ্যকথা।
বৈষ্ণবাপরাধ তা’র না জন্মে সর্বথা।
ভগবদ্ভক্তগণের মধ্যে পরস্পর ভেদ-দর্শন করিলে অথবা ভাক্তকর্তৃক ভগবৎসেবা হয় না—এরূপ বিচার করিলে বৈষ্ণবাপরাধ। ঘটে। কিন্তু হরিগুরুবৈষ্ণবের একৎপর্যপরতার উপলব্ধি থাকিলে অপরাধের সম্ভাবনা নাই। এরূপ ব্যক্তি কোন দিনই বৈষ্ণবাপরাধ করিতে পারেন না।