Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 392

Language: বাংলা
Language: English Translation
  • বৈষ্ণবগণ সকলেই কৃষ্ণের বিভিন্ন অঙ্গ ও পরস্পর অভিন্ন —

    এক হস্তে ঈশ্বরের সেবয়ে কেবল।
     আর হস্তে দুঃখ দিলে তার কি কুশল
    ?

    এক হস্তে ভগবানের সেবা করিয়া অপর হস্ত দ্বারা ভগবান্‌কে কষ্ট দিলে কাহার ও মঙ্গল হয় না। ভগবদ্ভক্তগণ কৃষ্ণের শ্রীবিগ্রহের অঙ্গপ্রত্যঙ্গ, সুতরাং তাঁহারা কখনও ভগবানের সেবা-বিমুখ হন না। যাঁহার সর্বভূতে ভক্তদর্শন ঘটে , তাদৃশ ব্যক্তির অভেদ-দৃষ্টি শ্রীহরিগুরুবৈষ্ণবেরই অভেদ-দর্শনে নিযুক্ত হয়। তাঁহারই কেবল সংসার হইতে মুক্তিলাভ-সম্ভাবনা।

Page execution time: 0.0472791194916 sec