এতেকে আমার দৃশ্য-যোগ্য নহ তুমি।
তোমার নিষ্কৃতি করিবারে নারি আমি ।”
বৈষ্ণব—সর্বদেব-পূজ্য, সর্বনর-পূজ্য, সর্বতোভাবে সকলের পূজ্য। সেই বৈষ্ণবের নিন্দা ফলে নিন্দকের কুষ্ঠব্যাধিহয়। শ্রীগৌরসুন্দর বলিলেন,—“কুষ্ঠরোগের জ্বালাযন্ত্রণা ও অসুবিধা বৈষ্ণবনিন্দকের অল্প শাস্তি মাত্র; যমরাজ তাহাকে আরও অধিকতর দণ্ড বিধান করেন। তাদৃশ পাপী কখনও কাহারও দর্শনীয় হইতে পারে না। ভগবান্ সেই বৈষ্ণবনিন্দক পাষণ্ডীকে দণ্ডভোগ হইতে কখনও মুক্ত করেন না।’’