দুষ্ট ক্ষয় লাগি' নিরন্তর ধনুর্ধর।
পুত্রের সমান প্রজা-পালনে তৎপর।
যাঁহার কৃপায় সব অযোধ্যা-নিবাসী। স-শরীরে হইলেন শ্রীবৈকুণ্ঠবাসী ।।৩৩৭।।