প্রভুর আজ্ঞায় শ্লোকের ব্যাখ্যা—
এই মত অষ্ট শ্লোক মুরারি পড়িলা।
প্রভুর আজ্ঞায় ব্যাখ্যা করিতে লাগিলা।
তথ্য। শ্রীচৈতন্যচরিত মহাকাব্যের ২য় প্রক্রমে ৭ম সর্গে শ্রীরামাষ্টকের অবশিষ্ট শ্লোক ছয়টী যথা—রাজৎ কিরীটমণি দীধিতিদীপিতাশমুদ্যদ্বৃহস্পতিকবিপ্রতিম-বহন্তম্। দ্বে কুণ্ডলেঽঙ্করহিতেন্দুসমানবক্ত্রং রামং জগত্রয়গুরুং সততং ভজামি ।। উদ্যদ্বিভাকরমরীচিবিবোধিতাব্জনেত্রং সুবিম্বদশনচ্ছদচারুনাসম্ শুভ্রাংশুরশ্মিপরিনির্জিতচারুহাসং রামং জগত্রয়গুরুং সততং ভজামি ।। তং কম্বূকন্ঠমজমম্বূজতুল্যরূপং মুক্তাবলীকনজাকহারধৃতং বিভান্তম্। বিদ্যুদ্বলাকগণসংযুতমম্বূদং বা রামং জগএয়গুরুং সততং ভজামি। উত্তানহস্ততলসংস্থসহস্ৰপত্ৰং পঞ্চচছদাধিকশতং প্রববাঙ্গলীভি কুর্বত্যশীতকনকদ্যুতি যস্য সীতা পার্শ্বেঽস্তি তং রঘুবরং সততং ভজামি ।। যো রাঘবেন্দ্ৰকুলসিন্ধুসুধাংশু রূপো মারীচরাক্ষসসুবাহুমুখান্নিঽত্য। যজ্ঞং ররক্ষ কুশিকাম্বয়পুণ্যরাশিং রামং জগত্রয়গুরুং সততং ভজামি। ভংক্ত্বা পিনাকমকরোজ্জনকাত্মজায়া বৈবাহিকোৎসববিধিং পথি ভার্গবেন্দ্রম্। জিহ্বা পিতুর্মুদমুবাহ ককুৎসুবর্ষং রামং জগত্ৰয় গুরুং সততং ভজামি।