এই মত কৌতুকে চপল ভক্তগণ।
ঈশ্বর-অধরামৃত করেন ভোজন।
সকল শ্রেণীর ভক্তগণই প্রভুর অবশিষ্ট সম্মান করিলেন। যাঁহারা শূদ্র অভিমান করেন, তাঁহারা বলেন—উচ্ছিষ্টেই তাঁহাদের অধিকার। কেহ কেহ বা গোপনে ভগবদুচ্ছিষ্ট লইয়া পলাইয়া গেলেন। কেহ বা বলিলেন, —‘শূদ্র কখনও ভগবদুচ্ছিষ্ট পাইতে পরে না—ইহাতে ব্রাহ্মণেরই একমাত্র অধিকার।’ কেহ বা বলিলেন,—‘যে পাত্রে ভগবদুচ্ছিষ্ট আছে, তাহাতে আমারই অধিকার; আমিই প্রসাদের আধার পাত্র ফেলিয়া দিবার অধিকারী’।