অনন্তদেবের মূল অংশিরূপে কলিযুগে শ্রীনিত্যানন্দ প্রকটিত; তাঁহার আজ্ঞায় গ্রন্থকারের সূত্রাকারে গৌরলীলা-বৰ্ণন—
সেই প্রভু কলিযুগে—অবধূত রায়। সূত্র মাত্র লিখি আমি তাহান আজ্ঞায়।