প্রভু বলে,—এই যে ‘অচ্যুতা’-নামে শাক। ইহার ভোজনে হয় কৃষ্ণে অনুরাগ।
অচ্যুতা—শাকের প্রকার-বিশেষ। প্রভু ভোজনকালে বিভিন্ন শাকের বিভিন্ন গুণাবলীর সহিত কৃষ্ণ-সম্বন্ধের মহিমা জ্ঞাপন করিলেন।