শচীমাতার পাচিত অন্নের গন্ধেও কৃষ্ণে ভক্তির উদয় হয়—
কি রন্ধন—ইহা ত’ কহিলে কিছু নয়। এ অন্নের গন্ধেও কৃষ্ণেতে ভক্তি হয়।