Normal view
Book Lang.: বাংলা
English
संस्कृता वाक्
Translation

শ্লোক 286

Language: বাংলা
Language: English Translation
  •  প্রভুর মহাপ্রসাদ মাহাত্ম-বর্ণনান্তে সপার্ষদে প্রসাদ-সেবন

    প্রভু বলে,—“এ অন্নের থাকুক ভোজন।
    এ অন্ন দেখিলে হয় বন্ধ-বিমোচন

    শ্রীশচীদেবী বিংশতিপ্রকার শাক ও প্রত্যেক দ্রব্যের দ্বারা দশ-বিশ প্রকার ব্যঞ্জন প্রভৃতি রন্ধন করিয়া তুলসীমঞ্জরীর সহিত বিষ্ণুকে ভোগ, দিলে, শ্রীগৌরসুন্দর ঐ নৈবেদ্যকে দণ্ডবৎপ্রণতি করিলেন; আর বলিলেন—এই ভোজ্য গ্রহণ করা দূরে থাকুক, যিনি দেখিবেন, সংসারে ভোগপ্রবৃত্তিরূপ বন্ধন হইতে তাহার বিমুক্তি ঘটিবে। এই অন্নের অপ্রাকৃত সুগন্ধ যাঁহারই নাসায় প্রবিষ্ট হইবে, তিনিই কৃষ্ণ-সেবায় উন্মুখ হইবেন।

Page execution time: 0.0476698875427 sec