এই পরানদ-প্রসঙ্গ-পাঠ ও শ্রবণফলে কৃষ্ণপ্রেম-লাভ অবশ্যম্ভাবী—
এ সব আনন্দ পড়ে, শুনে যেই জন। অবশ্য মিলয়ে তা'রে কৃষ্ণ-প্রেমধন।