‘আই'-নামের মহিমা—
প্রাকৃত শব্দেও যে বা বলিবেক ‘আই’। “আই'শব্দ-প্রভাবে তাহার দুঃখ নাই।
শ্রীগৌরজননী আর্যা শচীদেবীকে অসংস্কৃত ভাষায় ‘আই’ বলিয়া সম্বোধন করিলেও সম্বোধনকারীর সকল দুঃখ বিদূরিত হইবে।