শ্রীগৌরচন্দ্র মুখচন্দ্র দর্শনে পরানন্দে জড় শচীমাতা—
আই দেখি’ মাত্র শ্রীগৌরাঙ্গ বদন। পরানন্দে জড় হইলেন সেই ক্ষণ।