তুমি গঙ্গা দেবকী যশোদা দেবহূতি। তুমি পৃশ্নি অনসূয়া কৌশল্যা অদিতি।
শ্রীগৌরসুন্দর শচীদেবীকে যশোদা, দেবকী, গঙ্গা, কপিলজননী দেবহূতি, পৃশ্নি, দত্তাত্রেয় জননী অনসূয়া, কৌশল্যা ও অদিতি প্রভৃতি বলিয়া স্তব করিলেন।