কদাচিত আইর যে কিছু বাহ্য হয়।
সেই বিষ্ণুপূজা লাগি’—জানিহ নিশ্চয়।
শ্রীশচীমাতা সর্বক্ষণ শ্রীগৌরের বিরহে কৃষ্ণলীলায় প্রবিষ্ট-বিচারে দিন যাপন করিতেন। শ্ৰীযশোদার যাবতীয় অপ্রাকৃত চেষ্টা শ্রীশচীর হৃদয়দেশ অধিকার করিয়াছিল। যদি কোন সময়ে বহির্জগতের প্রতীতি হইত, তাহা ভগবানের মর্যাদা-পথে পূজার জন্য।