বিধর্মী রাজার জন্যও হৃদয়ে ভয় নাই—
নিকটে যবনরাজ-পরম দুর্বার।।
তথাপিহ চিত্তে ভয় না জন্মে কাহার।
রামকেলির নিকটেই যবনরাজগণের ‘বারদুয়ারী’ স্থান এবং পরবর্তিকালে যবনরাজগণই সেনবংশীয়গণের উত্তরাধিকারী হইয়াছিলেন। তাহারা বৈদিক ধর্মের প্রতি স্বভাবতঃই আক্রমণ করিবে জানিয়া সাধারণ লোকেরা অতিশয় আশঙ্কা করিত। কিন্তু শ্রীগৌরসুন্দরের কৃপায় তদীয় ভক্তগণ উচ্চৈঃস্বরে হরিনাম করিয়াও ভীত হইতেন না।