চতুর্দিকাগত লোকের প্রভুর দর্শনোৎকণ্ঠা ও সঙ্গত্যাগে অনিচ্ছা এবং সকলের মুখে হরিধ্বনি—
চতুর্দিক হৈতে লোক আইসে দেখিতে।দেখিয়া কাহারো চিত্ত না লয় যাইতে।