গৌরচন্দ্রবিমুখ অদ্বৈতানুগব্রুবগণের নিধন অনিবার্য—
অদ্বৈতেরে ভজে, গৌরচন্দ্রে করে হেলা।
পুত্র হউ অদ্বৈতের তবু তিঁহ গেলা।
জগতের দুর্ভাগ্যক্রমে অদ্বৈতপ্রভুর কতিপয় অসৎপুত্র, পিতাকেই সন্মান (?) করিতেন,—শ্রীগৌরসুন্দরের মর্যাদা লঙ্ঘন করা ব্যতীত উহাদের অন্য কোন কার্য ছিল না। অর্বাচীন মূঢ় ব্যক্তিগণই তাদৃশ অসৎপুত্রদিগকে অদ্বৈতের পুত্রজ্ঞানে সম্মান করিয়া থাকে। সেই হরিসেবা-বিমুখ অদ্বৈতপুত্রগণ প্রকাশ্যে অদ্বৈততনয়রূপে আপনাদের পরিচয় দিয়া আত্মবিনাশ সাধন করিয়াছিলেন।