সন্ন্যাসীর মুখে পিতা ও পুত্রের প্রশংসা এবং আপনাকে কৃতার্থ-জ্ঞান—
সন্ন্যাসী বলেন,—“যোগ্য অদ্বৈত-নন্দন।
যেন পিতা, তেন পুত্র—অচিন্ত্যকথন।
সন্ন্যাসী বলিলেন,—শ্রীঅদ্বৈতপ্রভু যে প্রকার মহৎ, তাঁহার পুত্রও তদ্রূপ মহা জ্ঞানী। পুত্রের বাক্যে পিতাও নিজকথা শোধন করিয়া লইলেন। জগতে এইপ্রকার পিতা-পুত্র সচরাচর দেখা যায় না। ভগবচ্ছক্তি-লাভকারী শিশুই এতবড় উচ্চ কথা বলিতে পারিয়াছেন।