অচ্যুতানন্দের পিতার প্রতি অনুযোগ—
বাপ তুমি,—তোমা’ হৈতে শিখিবাঙ কোথা।
শিক্ষাগুরু হই' কেন বোলহ অন্যথা।
শ্ৰীঅচ্যুতানন্দ বলিলেন,—“তুমি পিতা, আমার শিক্ষাগুরু; কোথায় তোমার নিকট হইতে সত্যকথা শিখিব, অথচ তাহা না করিয়া সর্বভূবননাথ ও সার্বাশ্রয় শ্রীচৈতন্যদেবের অপর গুরু আছে—এ কথা কি প্রকারে নিজমুখে আনিলে ? ভগবান্ই সকলের গুরু—তাঁহার কেহ গুরু নাই।’’