মহাপ্রভুর কৃপায় বিধর্মীর মুখেও হরিনাম ও তাহাদের মহাপ্রভুকে দূর হইতে প্রণতি—
হেন সে আনন্দ প্রকাশেন গৌর-রায়। যবনেও বলে ‘হরি’ অন্যের কি দায়।