জলক্রীড়া-পরায়ণ চৈতন্য-গোসাঞি।
বিহরেন আত্মক্রীড়—আর দুই নাই।
বিবৃতি। শ্রীগৌরসুন্দর সব জীবের ঈশ্বর কারণাব্ধিশায়ি-পুরুষরূপে, সমষ্টি জীবের অর্থাৎ হিরণ্যগর্ভের আত্মা গর্ভোদশায়ি পুরুষরূপে এবং ব্যষ্টি-জীবের অন্তর্যামি-আত্মা ক্ষীরোদশায়ি-পুরুষরূপে যথাক্রমে কারণার্ণব, গর্ভোদক এবং ক্ষীরোব্ধিজলে স্বচ্ছন্দে ক্রীড়া-বিহার করেন।