কোন্ বা সাহসে তুমি এমত বচন।
জিহ্বায় আনিলা, ইহা না বনি কারণ।
শ্রীঅদ্বৈতপ্রভুকে ‘শ্রীচৈতন্যদেবের গুরু কেশবভারতী’এই কথা বলিতে শুনিয়া পাঁচ বৎসরের শিশু শ্রীঅচ্যুতানন্দ অত্যন্ত ক্রুদ্ধ হইয়া বলিলেন,—“সাক্ষাৎ কলিকাল; তাহা না হইলে শ্রীচৈতন্যদেবের গুরু-কথনে কেশবভারতীর নামোল্লেখ হয় কি প্রকারে? কলিজনোচিত জিহ্বায় শ্রীভগবান্কে এইরূপে অবনত করিবার প্রয়াস—অদ্বৈতপ্রভুর দুঃসাহসজ্ঞাপক। ব্রহ্মাশিবাদি যে ভগবন্মায়ায় ভ্রান্ত, সেই মায়ার বশ হইয়াই কি অদ্বৈতপ্রভু ঐরূপ উক্তি করিলেন ? মায়াবদ্ধ জীবই এইরূপ প্রলপিত বাক্য বলিয়া থাকে’।