প্রভুর লোক-মুখে হরিনাম-শ্রবণে অধিকতর উল্লাস-বৃদ্ধি—
শুনি মাত্র প্রভু হরিনাম’ লোকমুখে। বিশেষে উল্লাস বাড়ে প্রেমানন্দ সুখে।