প্রথমেই পরমার্থ কি কার্য কহিয়া?
ব্যবহার কহিয়াই যাই প্রবোধিয়া।
শ্রীঅদ্বৈতপ্রভু সন্ন্যাসীর প্রশ্নে জানিলেন যে, তিনি চৈতন্যদেবের সন্ন্যাস-গুরুর কথা জানিতে চাহেন; তদুত্তরে তিনি কি বলিবেন, এই চিন্তা করিয়া ব্যবহারিক রাজ্যে যেরূপ বলিবার প্রচলন আছে, তদনুসারে কেশব-ভারতীকেই শ্রীচৈতন্যের ‘সন্ন্যাস গুরু’ বলিয়া জানাইলেন।