পুত্র-অচ্যুতানন্দ-মহিমায় মুগ্ধ অদ্বৈতাচার্য—
পুত্রের মহিমা দেখি’ অদ্বৈত আচার্য।আবিষ্ট হইয়া আছে ছাড়ি’ সর্ব কার্য।
হেনই সময়ে গৌরচন্দ্র ভগবান্। অদ্বৈতের গৃহে আসি’ হৈলা অধিষ্ঠান ।।১৩৬।।