ভক্তিরসে অজ্ঞ হইলেও প্রভুর দর্শনে সকলের আনন্দ—
যদ্যপিহ ভক্তি-রসে অজ্ঞ সর্ব লোক।
তথাপিহ প্রভু দেখি’ সবার সন্তোষ।
সকলের দূর হইতে দণ্ডবৎ ও হরিধ্বনি—
অন্যাভিলাষ, কর্ম, জ্ঞান, যোগ, ব্রত ও তপস্যা প্রভৃতিতে অনেকেই অগ্রসর হওয়ায় ভগবদ্ভক্তিরসে তাঁহারা অর্বাচীন ছিলেন; শ্রীমহাপ্রভুকে দেখিয়া তাদৃশ অজ্ঞজনগণও সন্তুষ্ট হইতেন।