পৃথিবীতে আসিয়া আমিই ইহা চাঙ। খোঁজে হেন জন মোরে কোথাও না পাঙ।
আমার ইচ্ছা —আমাকে লোকে অনুসন্ধান করুক; কিন্তু কেহই আমার অনুসন্ধান করে না, সুতরাং যবনরাজ আমাকে তাঁহার নিকট বলপূর্বক লইয়া যাইবে—এ কথা বিশ্বাস্য নহে।