সেইসব জন হবে এ-যুগে বঞ্চিত।
সবে তা’রা না মানিবে আমার চরিত।
সুর ও সিদ্ধ মুনিগণ অনেকেই পবিত্র চরিত্র বলিয়া বিখ্যাত হইলেও ভক্তিহীন, কিন্তু নিজ মঙ্গলপ্রার্থী হইয়া তাঁহারা আমার অনুগ্রহ আকাঙ্ক্ষা করেন। যাহাদের বিদ্যা, ধন, কুল, জ্ঞান ও তপস্যাদির গর্ব আছে, যাহারা নিষ্কিঞ্চন ভক্তের চরণে অপরাধ করে, তাহাদিগকেই আমি বঞ্চনা করি ; তাহারা কখনও আমার পরিচয় জানিতে পারে না।