আমা’ দেখিবারে শক্তি কোন্ বা তাহার?
বেদে অন্বেষিয়া দেখা না পায় আমার।
বিবৃতি। বেদশাস্ত্রের প্রতিপাদ্য বস্তু ভগবান্। বেদশাস্ত্র অন্বেষণ করিয়াও আমার দর্শন পায় না। সুতরাং আমি স্বয়ং শক্তি না দিলে কাহারও এরূপ শক্তি নাই যে, আমাকে বলপূর্বক দর্শন করে। ভগবদ্বস্তু অধোক্ষজ, অর্থাৎ ইন্দ্রিয়জ্ঞানাতীত। কোন কারণে রাজা শঙ্কিত হইয়া পড়িলে আমাকে তাহার সমীপে উপস্থিত হইবার জন্য আদেশ করিতে পারে। তজ্জন্য কাহারও ভয় পাইবার প্রয়োজন নাই। আমি যাহাকে চাই, সেই আমাকে আবাহন বা প্রার্থনা করে। হরিভজনে যাহার প্রয়োজন আছে, সেই আমাকে প্রার্থনা করিতে পারে, অন্যে নহে।