ভয়মূর্তি যমকালাদি সকলেই শ্রীচৈতন্য-আজ্ঞাবাহক—
কোন্ বা তাহানে রাজা, কারে তার ভয়?
‘যম-কাল-আদি যাঁ’র ভূত বেদে কয়’।
তথ্য। যদ্ভয়াদ্বাতি বাতোঽয়ং সূর্যস্তপতি যদ্ভয়াৎ । দত্যগ্নির্বৰ্ষতীন্দ্রো মৃত্যুশ্চরতি পঞ্চমঃ।। (শ্রুতি)।।
সর্বে বয়ং ‘যন্নিয়মং প্ৰপন্নাঃ (ভাঃ ৯/৪/৫৪), ব্ৰহ্মদয়ো যেন বশং প্রণীতাঃ (ভাঃ ৭ /৮/৭)।