সার্বভৌম বলেন—“শ্লোকার্থ এই সত্য।
কৃষ্ণ-পদে ভক্তি সে সবার মূল তত্ত্ব।
“আত্মারামাশ্চ” শ্লোকের প্রকৃতার্থ এই যে, ভজনীয় বস্তু কৃষ্ণই সকলের মূলতত্ত্ব। যে সকল ব্যক্তি সকল সময়ে সর্বতোভাবে মায়িক বন্ধন হইতে ভিতরে বাহিরে মুক্ত, তাঁহাদেরই কৃষ্ণভক্তি লাভের সম্ভাবনা। কৃষ্ণগুণ মহাশক্তিসম্পন্ন। যে সকল ব্যক্তি কৃষ্ণেতর বস্তুর ভোগ কামনা করেন, তাঁহারা বদ্ধজীব ও কৃষ্ণভজনে বিমুখ।