তথাহি (ভাঃ ১/৭/১০)—
“আত্মারামাশ্চ মুনয়ো নির্গ্রন্থ অপ্যুরুক্রমে।
কুর্বন্ত্যহৈতুকীং ভক্তিমিত্থম্ভূতগুণো হরিঃ ॥”৮৭॥
অনুবাদ। যাঁহারা নিরন্তর আনন্দময়স্বরূপ আত্মায় রমণশীল, তাদৃশ মুনিগণ বিধিনিষেধশাস্ত্রের অধীন না হইলেও ভগবান্ শ্রীহরির প্রতি ভক্তির অনুষ্ঠান করিয়া থাকেন, যেহেতু শ্রীহরির গুণসমূহ স্বভাবতঃই এরূপ যে, তাহারা তাদৃশ পুরুষগণকেও আকর্ষণ করিতে সমর্থ।