প্রভু বলে—“ছাড় মোরে এ সকল মায়া।
সবর্ভাবে তোমার লইনু মুই ছায়া।”
শ্রীগৌরহরি বলিলেন,—“ঐ সকল কথা-দ্বারা আপনার আশ্রিত আমাকে বঞ্চনা করিবেন না।’’ মহাপ্রভু ভৃত্য সার্বভৌমের সহিত এই প্রকার ক্রীড়া করিয়া তাঁহাকে নিজ স্বরূপ জানিতে দিলেন না, পরন্তু তাঁহার নিকট হইতে শ্রীমদ্ভাগবতের “আত্মারামাশ্চ” শ্লোকের ব্যাখ্যা শুনিবার ব্যগ্রতা প্রকাশ করিলেন।