সার্বভৌম বলেন—“আশ্রমে বড় তুমি। শাস্ত্রমতে তুমি বন্দ্য, উপাসক আমি।
সার্বভৌম বলিলেন,—“আমি বয়োবৃদ্ধ পণ্ডিত হইলেও তুমি আশ্রমে শ্রেষ্ঠ হওয়ায় তুমি আমার পূজ্য ; শাস্ত্রমতে আমি তোমার সেবক। সুতরাং তোমার দৈন্য-বিনয় দ্বারা আমি অপরাধী হইতেছি।’