“যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম”—
যেমতে সেবকে ভজে কৃষ্ণের চরণে।
কৃষ্ণ সেই মত দাসে ভজেন আপনে।
শ্রীকৃষ্ণকে নিত্য আশ্রয়বিগ্রহ ও তাঁহাদের বিভিন্নাংশগণ পাঁচ প্রকার রতির কোন এক প্রকারের সহিত ভজন করেন। যে যেরূপ সেবা করেন, তাঁহার সেরূপ সেবাই তিনি স্বীকার করেন, আর রসহীন মায়াবাদী অথবা ভোগিকর্মী প্রভৃতি তাঁহাকে বুঝিতে না পারায় তাঁহাদিগকে যন্ত্রারূঢ় বস্তুর ন্যায় বিপথে ভ্রমণ করাইয়া থাকেন।