প্রভুর মায়ায় বঞ্চিত ব্যক্তি প্রভুকে জানিতে অসমর্থ—
প্রভু হই নিজ-দাসে মোহে হেন মতে। এ মায়ায় দাসে প্রভু জানিবে কেমতে।